নিজেকে জঙ্গি দাবি করে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করেন এক তরুণ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। কুমিল্লার বাড়ি থেকে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছেড়েছিলেন বলে দাবি করেন তিনি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন; কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেন। তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনামতে অবিলম্বে উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় থেকে তাকে উদ্ধার করে।