ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩ হাজার ছুঁইছুঁই

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩ হাজার জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

আজ শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেফ এরদোয়ান বলেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও ৭৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে এ ভূমিকম্পে সিরিয়ায় ৩ হাজার ৩৭৭ জন নিহত হয়েছেন।

দাতব্য সংস্থাগুলো বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, বিশেষ করে সিরিয়ায়। অনুসন্ধান ও উদ্ধারকারীরা ধসে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি আফটারশকের শঙ্কাও রয়েছে।

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। এ ছাড়া এ ভূমিকম্পের পর শতাধিক বার আফটার শকের ঘটনা ঘটে।