ঢাকাশনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার জন্য ত্রাণ পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণ পাঠিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

বিমান বাহিনীর কার্গো জাহাজের মাধ্যমে এসব ত্রাণ রাত সাড়ে ১০টার দিকে সিরিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। তথ্য অধিদপ্তরের উপপ্রধান মো. সেলিম হোসেন এ তথ্য জানান।

ত্রাণ সামগ্রীর মধ্যে ৪২৮ প্যাকেট ড্রাই কেক (১ হাজার ১১০ কেজি), ৩৪৭ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কিট (৫৫৬ কেজি), ২৩ প্যাকেট কম্বল (১ হাজার ৩৮০ কেজি), ১০২ প্যাকেট তাবু (৪ হাজার ৪২৩ কেজি), ৪৪ প্যাকেট ওষুধ (৯৮০ কেজি) এবং ১৭০ প্যাকেট সোয়েটার (১ হাজার ৩০০ কেজি) রয়েছে।