ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলমের অ্যাম্বুলেন্স থাকবে শজিমেক হাসপাতালে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি গাড়ি উপহার পেয়েছেন হিরো আলম। গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের লক্ষ্যে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর।

তবে কবে নাগাদ এ অ্যাম্বুলেন্স সেবার কার্যক্রম শুরু হবে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিছুটা মেরামত করতে হবে। তা ছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুলেন্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

তিনি জানান, হবিগঞ্জে গিয়ে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা রয়েছে। সেখানে মানব সেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় কাজ করেছেন তিনি।