ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের চ.বি প্রতিনিধিকে হেনেস্তা

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলার ক্যাম্পাস স্থানান্তর আন্দোলনের ১০০তম দিন ছিল আজ। এ উপলক্ষে সকাল থেকেই ব্যানার, পোস্টার সহকারে শহীদ মিনারের আশপাশে জড়ো হন আন্দোলনকারীরা। তাদের বিভিন্ন অনুষদের অনেক সাধারণ শিক্ষার্থীও তাদের সমর্থন দেন।

 

কিন্তু আন্দোলন চলাকালে হঠাৎ ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ব্যানার টেনে নিয়ে যান। পরবর্তীকালে তারা আন্দোলনকারীদের সঙ্গে আলাদাভাবে কথা বলার নাম করে কয়েকজন শিক্ষার্থীকে অন্য পাশে নিয়ে উপর্যুপরি লাথি, থাপ্পড় মারেন ছাত্রলীগ কর্মীরা।

 

এদিকে জানা গেছে পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৈনিক সমকালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কে হেনেস্তা করা হয়েছে।

 

হেনস্তার বিষয় সম্পর্কে দৈনিক সমকালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আকতার সিটিজি পোস্টকে জানান, ছাত্রলীগের ছেলেরা যখন আন্দোলনকারীদের বাধা দিচ্ছিল তখন পেশাগত দায়িত্ব হিসবে তার ফুটেজ নিচ্ছিলাম। এসময় ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা এসে আমাকে আটকায় এবং ভিডিও ডিলিট করার জন্য জোর করতে থাকে। আমি ডিলিট করতে অস্বীকৃতি জানালে আমাকে নানাভাবে হুমকি দেয়।

 

হামলার বিষয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং ভিএক্স গ্রুপের নেতা মারুফ আহমেদ বলেন, চারুকলার আন্দোলনে আমাদের কিছু ছেলে অংশগ্রহণ করেছিল। আমরা তাদের আন্দোলন থেকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম। আমরা কারও ওপর হামলা করিনি।

 

সাংবাদিক হেনস্তার বিষয়ে তিনি বলেন, আমরা সাংবাদিককে প্রথমে সাধারণ শিক্ষার্থী মনে করেছিলাম। তাই ভিডিও ডিলিট করতে বলি। কিন্তু তিনি যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন আমরা আর কিছু বলিনি।

 

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে আমি অবগত নই। যদি ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে কেউ এ কাজ করে থাকে তবে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবো।