ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর খেসারত দিলেন হিরো আলম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মামলা দিয়ে তাকে জরিমানা করে হাইওয়ে পুলিশ।

 

জানা গেছে, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে প্রিন্সিপাল এম মখলিছুর রহমানের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের গাড়িটি (ঢাকা মেট্রো গ ২৩-৯২৮২) ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর মামলা দিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

হিরো আলমের ব্যক্তিগত সহকারী লিমন আহমেদ জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে।

 

ওসি মাইনুল ইসলাম ভূইয়া বলেন, আইন সবার জন্য সমান। এক্ষেত্রে আইনানুসারে জরিমানা আদায় করা হয়েছে।