ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভয়েস মেসেজ পাঠাচ্ছেন ধ্বংসস্তূপের নিচ থেকে আটকা পড়া ব্যক্তিরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক এক সাংবাদিক জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিরা বাঁচার আকুতি জানাচ্ছেন। তারা বাঁচার আকুতি জানিয়ে মোবাইলে ভিডিও, ভয়েস মেসেজ ও নিজেদের অবস্থানের লোকেশন পাঠাচ্ছেন।

আজ মঙ্গলবার বিকেলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলার সময় ইব্রাহিম হাসকোলোগু নামের এক সাংবাদিক এই কথা বলেন। তিনি বলেন, ধসে যাওয়া ভবনের নিচে এখনো মানুষজন আটকা পড়ে আছে। তাদের সাহায্য দরকার।

বিবিসিকে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকাপড়া মানুষ আমাকে এবং অন্য সাংবাদিকদের ভিডিও, ভয়েস মেসেজ এবং তারা যেখানে আটকা আছেন সেই লোকেশন পাঠাচ্ছেন। তারা কোথায় আছেন তা আমাদের জানাচ্ছেন, কিন্তু আমরা কিছু করতে পারছি না।