বগুড়ার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায়। তবে শুরু থেকে ভোটার উপস্থিতি একেবারেই কম। গ্রাম ও শহরের কেন্দ্রগুলোতেও একই চিত্র।
দুটি আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে আগ্রহ কম। সরাসরি কেউ দিতে যাওয়ার কথা অস্বীকার না করলেও পরে যাবেন বলে জানান।
বগুড়া শহরের জলেশ্বরীতলা প্রি-ক্যাডেট হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল হোসেন জানান, দুই হাজার ৪৭৩ ভোটের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩০টি।
বগুড়া করনেশন ইনস্টিটিউটের প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তার কেন্দ্রে তিন হাজার ৮২৫ ভোটের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০০টি। শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূরুল ইসলাম জানান, তার কেন্দ্রে তিন হাজার ৫০০ ভোটের মধ্যে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬টি।
একই ইউনিয়নের ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশিকুল ইসলাম জানান, এক হাজার ৭০০ ভোটের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৬০ টি।
বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তন্ময় কুমার বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪০টি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ১৬৮ জন।
বীরকেদার কেএম ইউসি দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শিপেন কুমার দাস বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি খুবই কম। চার হাজার ৪০৬ ভোটের মধ্যে ১১টা পর্যন্ত ৫৮ জন ভোট দিয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার ধুন্দার হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ভোটার উপস্থিতি একেবারেই কম। ৬২ জন ভোট দিয়েছেন ১০টা ৪০ মিনিট পর্যন্ত। এই কেন্দ্রে ভোট সংখ্যা তিন হাজার ৪৬ জন।
উল্লেখ্য, বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে এই উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।