ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জঙ্গি-সন্ত্রাসের মদদদাতা বিএনপি ক্ষমতায় এলে দশটি বাংলাভাই সৃষ্টি করবে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৯, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

জঙ্গি-সন্ত্রাসের মদদদাতা ও সৃষ্টিকারী বিএনপি আবার ক্ষমতায় এলে একটা নয়, দশটি বাংলাভাই সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই রাজশাহী অঞ্চলেই তারা বাংলাভাইয়ের বাহিনী নামিয়ে একের পর এক মানুষ হত্যা করেছিল। সৃষ্টি করেছিল বিভীষিকাময় পরিস্থিতির। বিএনপি হলো সব সন্ত্রাসের গডফাদার।’

আজ রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির নেতারা বলছেন আওয়ামী লীগ নাকি দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না। আমি বিএনপির নেতাদের বলছি—আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালাবে না। বরং বিএনপির নেতাকর্মীদেরই আর দেশ থেকে পালাতে দেওয়া হবে না।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এখনো শিক্ষা হয়নি। আগামী নির্বাচনে পরাজয়ের পরই তাদের মূল শিক্ষা হবে। তারা বুঝতে পেরেছে, আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না। তাই তারা আবোলতাবল বকছে। দেশের সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।’

পরে প্রধানমন্ত্রী বিকেল ৩টা ৫৪ মিনিটে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা ও মহানগরীর সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—দলের সাধারণ সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অনেকেই।