দেশের পোল্ট্রি সেক্টরে বিভিন্ন সমস্যা থাকার পরও এই শিল্প এগিয়ে যাচ্ছে। এই সেক্টর আমাদের দৈনিক আমিষের চাহিদার জোগান দিচ্ছে। শুধু পোল্ট্রি সেক্টর নয়, গবাদি পশুর সেক্টরেও আমরা এগিয়ে চলেছি।
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত দুদিনব্যাপী পোল্ট্রি প্রফেশনাল বাংলাদেশ (পিপিবি) আয়োজিত বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যতবারই ভারত সফর করেছি, সেখানকার সরকার বলেছে, তোমাদের গরু দেব না। আমি বলি, আপনারা গরু দেওয়া বন্ধ করে দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকব। আমরা গবাদিপশুতে প্রায় স্বনির্ভর হয়ে গেছি। আপনারা বন্ধ করলেই পুরোপুরি স্বনির্ভর হয়ে যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের এই সম্মেলনে পোল্ট্রি শিল্পের বিদ্যামন যেসব সমস্যার কথা উঠে এসেছে, সেগুলো আমি জানলাম। আপনারা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিবকেও জানাবেন। আপনাদের প্রস্তাবের বিষয়ে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। বর্তমান সরকার কৃষি সেক্টরকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইউনিডো বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান, পিপিবি উপদেষ্টা ডা. মোসাদ্দেক হোসেন।
এ ছাড়া অতিথি হিসেবে পিপিবির সমন্বয় কমিটির মুখ্যপাত্র ডা. এন সি বণিক, পিপিবির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোর্শেদুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ।