ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেদারল্যান্ডস ও সুইডেনে কোরআন পোড়ানো এবং অবমাননার প্রতিবাদে আহলে সুন্নাতের বিক্ষোভ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৮, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নেদারল্যান্ডস ও সুইডেনে কোরআন পোড়ানো এবং অবমাননার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ।

কাজী মাওলানা মোবারক হোসেন ফরায়েজির সভাপতিত্বে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।

খন্দকার মোবারক হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ গোলাম কিবয়িয়া, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা মুহিউদ্দীন হামিদী, ম.ম জিলানী, অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান কাজল, অধ্যক্ষ হাবিবুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান, অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, প্রিন্সিপাল আবু নাসের মুসা, মুফতি ইয়াকুব হুসাইন আলকাদেরী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, আনিসুর রহমান, মোহাম্মদ হোসাইন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি আব্দুল হাই আমজাদী, মাওলানা ওবায়েদ উল্লাহ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা ওবায়েদ উল্লাহ আশরাফী, মাওলানা আব্বাস উদ্দিন, ডা. শাহ আলম, মুহাম্মদ আতিক আফ্রিদি, মুহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ জাহিদুর রহমান, মীর শাহাব উদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে আহলে সুন্নাত নেতারা কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপ্রিয় মুসলমানদের বিক্ষুব্ধ করবেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইসলাম শান্তি, সাম্য ও সহিষ্ণুতার ধর্ম। তাই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে কখনো আঘাত করে না। কিন্তু অন্যান্য ধর্মের ধর্মীয় উগ্রবাদীরা মুসলমানদের ধৈর্য-সহ্যের পরীক্ষা নিচ্ছে। কোরআন পুড়িয়ে অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। এ ধরনের উগ্রবাদীরা পৃথিবীর শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। তারা মুসলমানদের ধর্মবিশ্বাসে আঘাত করে পৃথিবী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করছে।

তারা আরও বলেন, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের মুসলিম নেতাদের এ ব্যাপারে সোচ্চার ও জোরালো প্রতিবাদ জানাতে হবে। ডাচ ও সুইডেনে কোরআন অবমাননা সন্ত্রাসবাদের পরিকল্পিত উসকানি। কোনো মুসলমান তা মেনে নিতে পারে না।

বাংলাদেশের জাতীয় পাঠ্যসূচিতে ইসলামবিরোধী ও বিকৃত ইতিহাস যুক্ত করার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সংশোধনের দাবি জানানো হয় সমাবেশে। শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।