মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে ছুটে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি। এই সিনেমার মাধ্যমে পাঁচ বছর পর প্রত্যাবর্তন করা কিং খানের ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ৫৭ কোটি রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে ৫৫ কোটি রুপি এবং তামিল ও তেলেগু সংস্করণ থেকে আয় হয়েছে দুই কোটি রুপি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব বেশি সিনেমার নেই।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর মধ্য দিয়ে কেজিএফ-২ কে পেছনে ফেললো পাঠান। মুক্তির প্রথম দিনে কেজিএফ-২ এর আয় ছিল ৫২ কোটি রুপি, ওয়ারের ছিল ৫০ কোটি। এই দুটির পেছনে আছে থাগস অব হিন্দুস্থান (৪৮ কোটি রুপি) ও ভারত (৪১ কোটি রুপি)।
এদিকে বক্স অফিস রিপোর্টের বরাতে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, প্রথমদিন ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি কালেকশন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর। দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো।
একশটির বেশি দেশে মুক্তির পাশাপাশি বিশ্বব্যাপী মোট ৮০০০টি পর্দায় দেখানো হচ্ছে পাঠান। বড় পর্দা ছাড়াও ওটিটিতে মুক্তি পাবে ‘পাঠান’। চলতি বছরের এপ্রিলে ‘অ্যামাজান প্রাইম ভিডিও’তে দেখা যাবে সিনেমাটি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হয়েছে। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমায় খল চরিত্রে রয়েছে জন আব্রাহাম।