ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুচরা বাজারে লাফিয়ে বেড়েছে আমদানি করা আদা ও রসুনের দাম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে লাফিয়ে বেড়েছে চীন থেকে আমদানি করা আদা ও রসুনের দাম। এই আদা কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে এখন ২৮০ থেকে ৩০০ টাকা। আমদানি করা চায়না রসুন কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে এখন ১৬০ থেকে ১৭০ টাকা।

দেশি বলে পরিচিত কেরালা জাতের আদার দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন কেজিতে ২০ টাকা বেড়ে এখন ১২০ টাকা।

বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। এবার খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বাড়ল পাঁচ টাকা করে। এতে এক কেজি পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হবে। নতুন এ দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

হঠাৎ করে চিনির দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী বলেছেন, ‘সব হিসাব-নিকাশ করে চিনির দাম যতটুকু বাড়ানো দরকার, ততটুকু বাড়ানো হয়েছে।’

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানির মাধ্যমে বাংলাদেশে আদা-রসুনের চাহিদা মেটানো হয়। বাজারটি মূলত নিয়ন্ত্রণ করেন চীন থেকে এসব পণ্য আমদানি করা সরবরাহকারীরা। সম্প্রতি বিভিন্ন নিত্যপণ্যের মতো আদা-রসুনের বাজারেও সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় চাহিদার শীর্ষে থাকা এ দুটি মসলার দাম অতিমাত্রায় বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, চীন থেকে আমদানি করা আদা ২৮০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা সর্বোচ্চ ২২০ টাকায় বিক্রি হয়। কেরালা আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা আগে ছিল ১১০ থেকে ১২০ টাকা। আমদানি করা চয়না রসুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা।

গতকাল কারওয়ান বাজারের আদা, পেঁয়াজ ও রসুন পাইকারি ও খুচরা ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ‘সরবরাহ সংকটে চায়না আদা ও রসুনের দাম বেড়ে গেছে। আমদানি কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। চায়না আদার দাম কেজিতে ৬০-৭০ টাকা বেড়েছে। কেরালা আদার দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। চায়না রসুন কেজিতে ৩০-৪০ টাকা এবং দেশি রসুন ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে।’

আদা-রসুন-পেঁয়াজের রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজার। এ বাজারের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চীনে আদা ও রসুনের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। এতে তারা আমদানি কমিয়ে দিয়েছেন। দেশের বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে আদা-রসুনের।