ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের সরস্বতী পূজায় বিদ্যা-জ্ঞান- সমৃদ্ধি কামনা 

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৬, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। ধর্মীয় বিধান অনুসারে, শ্বেত হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসবেন বিদ্যা ও ললিতকলার দেবী। কৃপা লাভের আশায় দেবীকে আহ্বান করবেন ভক্তরা। চট্টগ্রাম এবং রাজধানী ঢাকাসহ দেশজুড়ে আয়োজন করা হয়েছে পূজার, ঢাকা-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

 

বন্দরনগরী চট্টগ্রামের জে এম সেন মাঠে চলছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্বরস্বতী পূজার বানী বন্দনা এই বানী বন্দনা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সনাতনী ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে দেওয়া হয়েছে অসাধারণ সকল থিমের প্রতিমার পূজো মন্ডপ। এতে অংশ নিয়েছে চট্টগ্রাম আইন কলেজ, সাউদার্ন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং পোর্ট সিটি ইউনিভার্সিটি।

 

এদিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামেও চলছে স্বরস্বতী পূজো উপলক্ষে বাণী বন্দনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে অতিথি হিসেবে ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অনুপম সেন

 

এই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের স্বরস্বতি পূজায় স্বরস্বতি দেবীর কাছে কি আশা এবং প্রত্যাশা এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন,

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রক্সি দেব তুলি বলেছেন, সরস্বতী মায়ের কাছ থেকে এটাই আশা যে তিনি যেন আমাদের জ্ঞানে পরিপূর্ণ করেন যাতে আমরা আমাদের শিক্ষাজীবনে সফলতা অর্জন করতে পারি এবং আমরা যেন আমাদের জ্ঞান ও  শিক্ষার মাধ্যমে এই জগতের কল্যান সাধন করতে পারি।

 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিষেক ধর বলেন, দেশের মানুষ যাতে জ্ঞান এবং বুদ্ধিতে এগিয়ে যেতে পারে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং যাতে সারাদেশে যেন সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় এটাই কাম্য সরস্বতী মায়ের কাছে।।

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজয় বিশ্বাস বলেছেন, মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী সেহেতু আমরা তার কাছ হতে নিজের জন্য জ্ঞান ই চাই। যাতে মায়ের দেওয়া আর্শীবাদ নিয়ে দেশ ও দশের কল্যান সাধন করতে পারি।

 

প্রিমিয়ার ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরস্বতী পূজার আয়োজন করেছে। এসময় এইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানিয়েছেন তারাও দেবী সরস্বতীর আশীর্বাদ চান যাতে দেশ ও জাতির কল্যাণে নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারে।