ঢাকাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪ মামলায় আগাম জামিন পেলেন শাহাদাত- বক্কর সহ নেতা -কর্মীরা 

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৫, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

গত ১৬ ই জানুয়ারী চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিএনপি -পুলিশ সংঘর্ষের ঘটনায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ন আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, আব্দুল মান্নানসহ মামলার আসামি হওয়া অন্যান্য নেতা-কর্মীরা ।

 

আজ বুধবার হাই‌কোর্টের বিচারপ‌তি মোঃ মোস্তফা জামান ইসলাম ও বিচারপ‌তি মো. আ‌মিনুল ইসলাম এর আদল‌তে জা‌মিন আবেদন কর‌লে আদলত ৬ সপ্তা‌হের জা‌মিন মঞ্জুর ক‌রেন।

 

আগাম জা‌মিন শুনানী ক‌রেন মামলার ফাই‌লিং আইজীবীএড. ম‌জিবুর রহমান এবং সি‌নিয়র আইনজীবী ব্যারিষ্টার মাহাবুব উ‌দ্দিন খোকন।

 

এই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেন , “গত ১৬ জানুয়ারি কাজীর দেউড়ি এলাকার সংঘর্ষের ঘটনায় হাইকোর্ট থেকে আমরা আগাম জামিন নিয়েছি । খুব শীঘ্রই চট্টগ্রামে ফিরে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে আমরা উপস্থিত হয়ে সাফল্যের সাথে সম্পন্ন করব । মামলা -হামলা- দিয়ে জনগণের দল বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।”