কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। রবিবার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলছে।এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলিবর্ষণ করছে।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদ্রে বার্তায়ও এই অভিযানের কথা জানানো হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ ব্যাপারে আজ সকাল সাড়ে ৯টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেনে বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশের প্রায় সব জঙ্গি সংগঠন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আগেই। ফলে জঙ্গি সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে নতুন প্ল্যাটফর্ম খুঁজছিল। এ কারণেই নতুন নাম দিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।