ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যে অবস্থানে বিএনপি থাকুক না কেন বন্যা, শীত, করোনাসহ সকল দুর্যোগে তারা জনগণের পাশে ছিল, আছে, থাকবে : প্রিন্স

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২২, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

শীতার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকার লিপ সার্ভিস, ফটো সেশনে ব্যস্ত উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বা বিরোধী দলে যে অবস্থানে বিএনপি থাকুক না কেন বন্যা, শীত, করোনাসহ সকল দুর্যোগে তারা জনগণের পাশে ছিল, আছে, থাকবে।

আজ শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের ভাট্টা বাজার ও দুপুরে ধারা বাজারে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের মন্ত্রী-নেতারা জোর গলায় যতই বলুক না কেন আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে এ কথা কেউ বিশ্বাস করে না। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রধান বাধা আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী। তারা বার বার বিশ্বাস ভঙ্গ করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আওয়ামী লীগ মার্কা গণতন্ত্র, নির্বাচন জনগণ চায় না। তারা গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হরণ করেছে। সেজন্য জনগণ ও বিদেশে শুভাকাঙ্ক্ষীরা দেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের বিষয়ে সোচ্চার।

এদিন সকালে হালুয়াঘাটের শাকুয়াইয়ের ভাট্টা বাজারে বিলডোরা, শাকুয়াই, স্বদেশী ইউনিয়নের দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এবং দুপুরে ধারা বাজারে ধারা, নড়াইল, ধুরাইল, আমতৈল ইউনিয়নের দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলমগীর আলম বিপ্লব, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, মোনায়েম খান তালুকদার, আনোয়ার হোসেন, মোতালেব হোসেন, সুজন খান, আবদুল মালেক, হুমায়ুন কবির, নাইমুর আরেফিন পাপন, তাজবীর হোসেন অন্তর প্রমুখ।