ঢাকাসোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ও দেশের সমৃদ্ধি অর্জনে সুফিবাদের ভূমিকা অপরিসীম -সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২২, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও শায়খুল ইসলাম, হুযুর গাউসুল ওয়ারা হযরাতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) স্মরণে আয়োজিত সূফি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, “সুফিবাদ ইসলামের মূল নির্যাস। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুফিবাদকে ইহসান বলেছেন। মহান আল্লাহ্ সবসময় আমাকে দেখছেন এ চেতনাই তাসাউফের মূল কথা। তাই সুফিবাদে বিশ্বাসী ব্যক্তি কখনো অপরের ক্ষতি করতে পারে না। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ও দেশের সমৃদ্ধি অর্জনে সুফিবাদের ভূমিকা অপরিসীম। এ দর্শন ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে শুদ্ধতার চর্চাকে উৎসাহিত করে বলে দুর্নীতি, ঘুস, প্রতারণা, অর্থপাচার, সন্ত্রাসবাদ, সহিংসতা, অরাজকতা রাষ্ট্রে বিস্তার লাভ করতে পারে না। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শান্তি, মানবতা, সাম্য, ন্যায়ের সুমহান আদর্শকে মানুষের মাঝে তুলে ধরে মানুষকে সুপথে পরিচালিত করে।”

 

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান বলেন, “শায়খুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত, হুযুর গাউসুল ওয়ারা হযরাতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবতার সমুজ্জ্বল আদর্শ। তিনি একদিকে যেমন জাতিসংঘ, ইউনেস্কোসহ আন্তর্জাতিক প্লাটফর্মে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘মদীনা সনদ’, সুফিবাদ এর গুরুত্ব তুলে ধরেছেন, পাশাপাশি বাংলাদেশের জাতীয় পর্যায়েও সম্প্রীতির পক্ষে কাজ করে দেশের স্থিতিশীলতা রক্ষায় অবদান রেখেছেন। বাংলাদেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উদযাপনের ব্যাপক প্রচলন ও রাষ্ট্রীয় মর্যাদা অর্জনে তার অবদান অনস্বীকার্য। তার স্থলাভিষিক্ত, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী পিতার পদচিহ্ন অনুসরণ করে কাজ করে যাচ্ছেন।”

 

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি। মোঃ জাহিদ-উল-আলম মাইজভাণ্ডারী এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা রুহূল আমিন ভূইয়া চাঁদপুরী,খলিফা মাস্টার আবদুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম, আব্দুল করিম মাল, মোহাম্মদ দুলাল খান,হাফেজ কেরামত আলী, মওলানা মনসুর আলী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

 

দোজাহানের বাদশাহ্ হুযুরপুর নূর, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং সম্মানিত আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গণের প্রতি সশ্রদ্ধ সালাতু সালাম নিবেদন শেষে মাহ্ফিলের সমাপনী মুনাজাতে বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী। গরীব ও অসহায়দের জন্য বিশেষ খাবারের আয়োজন করে ‘আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, ফরিদপুর’।