ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১ কোটি লিটার সয়াবিন তেল, ৮ হাজার টন ডাল ক্রয়ের অনুমোদন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২১, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

 

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

 

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সানসিং এডিবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য সয়াবিন তেল কেনা হবে। এতে ২০০ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া প্রতি মেট্রিক টন ডাল ৮৯০ মার্কিন ডলারে কেনা হবে। এতে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয় হবে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯২ টাকা ৪৬ পয়সা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ইটিসি অ্যাগ্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেডের (ভারত) মাধ্যমে স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড (ঢাকা) ডাল সরবরাহ করবে।