প্রথা বিরোধী বহুল আলোচিত ও সমালোচিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন যখনিই কোন বই লিখতেন বা কিছু বলতেন তাই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হত। সম্প্রতি ডাক্তারদের ভুল চিকিৎসায় বিতর্কিত এই লেখিকার পঙ্গুত্ব বরনের খবর গণমাধ্যমের বদৌলতে সকলেই জেনেছে । এবার তসলিমা নাসরিন বলছেন,” মৃত্যু এলে আসুক আদর্শ বিসর্জন দিব না”
তিনি আজ তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ।
তসলিমা নাসরিনের ফেইসবুক স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো…….
টাকার লোভে কিছু অসৎ ডাক্তার আমি যে রোগের রোগী নই, সেই রোগের রোগী বানিয়ে আমার সর্বনাশ করেছে, আমার আয়ু অনেকটাই কমিয়ে দিয়েছে, জীবনকে দুর্বিষহ করেছে, জীবন যাপনের আনন্দ অনেকটাই নষ্ট করেছে, কিন্তু আমি তো আমিই থাকবো, সে যতদিনই বাঁচি। দীর্ঘজীবন না পাবো, না পেলাম। কিন্তু অল্প ক’দিনই মাথা উঁচু করেই বাঁচবো। নিজের আদর্শ নিয়েই বাঁচবো। কোনও আদর্শ বিসর্জন দেবো না, মৃত্যু এলে আসুক।
উল্লেখ্য, বাংলাদেশের এই বিতর্কিত লেখিকা দীর্ঘদিন যাবত ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন।