ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক সাকিবকে কুপিয়ে জখম করল পতেঙ্গার আফসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২১, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর পর্যটন এলাকা হিসেবে খ্যাত পতেঙ্গা। এই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ কে হঠাৎ অশান্ত করে তুলেছেন মুসলিমাবাদ এলাকার ত্রাস আওয়ামী লীগ নেতা নূরুল আবছার ও তার বাহিনী। পতেঙ্গার কাঠগড় মুসলিমাবাদ এলাকার নরুল ইসলামের ছেলে এই আফসারের অনৈতিক , অন্যায় ও চাঁদাবাজির কর্মকাণ্ডে অতিষ্ঠ জনসাধারণ ।

আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে মানুষের উপর জুলুম , অত্যাচার ও চাঁদাবাজি করে যাচ্ছে এই আবছার ।

 

দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ জেলে সম্প্রদায়ের লোকদেরকে জিম্মি করে চাঁদা আদায় করে আসছে এই ব্যক্তি। সমুদ্র দখল করে ‘ফার’ বিক্রি, জেলেদের নৌকা থেকে চাঁদা আদায় এবং সাগরের জলসীমা বিক্রি করে বছরে পর বছর হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।

 

শুধু তাই নয় ব্যাটারি চালিত টমটম থেকে টোকেন বানিজ্য করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকায় ভাসমান দোকান থেকে মাসিক চাঁদা আদায়, কাটগড় কাঁচা বাজার থেকে চাঁদা সহ বিভিন্ন জায়গায় থেকে চাঁদা আদায় করে এই আবছার। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে মারধর, মিথ্যা মামলা সহ নানা প্রকার হয়রানি কর এলাকার জনসাধারণকে। তার এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে মুসলিমাবাদবাসি। তার এইসব অন্যায়, জুলুম ও চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে হামলার শিকার হয়েছেন সি প্লাস টিভির সাংবাদিক সাঈদুল রহমান সাকিব ।

 

গত ১৫ জানুয়ারী দুপুরে নগরীর পতেঙ্গা কাটগড় মোড় এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়েয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাংবাদিক সাঈদুল রহমান সাকিবকে।

হামলাকারী আফসার

যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

 

ঘটনার পর স্থানীয়রা আহত সাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।

 

এই বিষয়ে হামলার শিকার সাকিব জানান, “দীর্ঘদিন ধরে এলাকায় জুলুম ও চাঁদাবাজি করে আসছে আবছার।তার এইসকল কর্মকান্ডের তথ্য সংগ্রহের জন্য গেলে তার উপর ক্ষুব্দ হয় নুরুল আবছার ও তার বাহিনী। পরবর্তীতে কাঠগড় এলাকায় আমার অবস্থান জানতে পেরে আবছার এর দখলকৃত মাছ বাজারের দোকান থেকে দেশীয় অস্ত্র (ধামা) দিয়ে পিছনে থেকে হত্যার উদ্দেশ্য আঘাত করে আফসার ও তার লোকজন। দেশীয় অস্ত্রের আঘাতে আমার হাতের বাহু থেকে হাড় সরে যায়।এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় জনসাধারণ আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । আমি এই চিহ্নিত চাঁদাবাজ আফসার ও তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

ঘটনার ব্যাপারে অভিযুক্ত আফসারের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায় ।

 

এই ঘটনায় পতেঙ্গা থানায় দায়েরকৃত মামলার আইও এসআই ফিরোজ বলেন ,“ঘটনার পরপরই অভিযুক্ত আফসার কে ধরতে পতেঙ্গা থানা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে এবং আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। আশা করছি খুব শীঘ্রই আফসার কে আটক করতে সক্ষম হব”

 

এই ঘটনায় ঘটনায় উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আফসার বাহিনীর যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী আবছারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।