কুতুবদিয়ার ৫৫টি স্কুল-মাদ্রাসার গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এ উপলক্ষে শনিবার কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওসব শীতবস্ত্র বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুহাম্মদ তাহের, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর। উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মাসিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেবিএফ লি:’র ডাইরেক্টর আসফাক আলম চৌধুরী খালেদ, আল ফারুক মাদ্রাসা সুপার মোরশেদুল মান্নান, বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক এসকে লিটন কুতুবী, কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম.এ.মান্নান ও কৃষকলীগের সভাপতি কাইসার সিকদার। পরে কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবীকে সভাপতি, অ্যাডভোকেট এস.এম.সাইফুল্লাহ খালেদকে সাধারণ সম্পাদক ও আসফাক আলম চৌধূরী খালেদকে সহ-সভাপতি করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুতুবদিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।