ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২০, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আনিসুর বলেন, ‘আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৬ দশমিক ৫ ডিগ্রি ও বুধবার ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।’এদিকে শীতের জন্য জেলায় মোট ৩৫ হাজার ২৮০টি কম্বল বরাদ্দ এসেছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ইতিমধ্যে কম্বলগুলো জেলার সাতটি উপজেলার ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরো কম্বলের চাহিদা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

প্রসঙ্গত ২০১৩ সালে ১১ জানুয়ারি শ্রীমঙ্গলে ৪ ডিগ্রি এবং ৮ জানুয়ারি ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ১৯৬৪ সালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছিল।