ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারকে বিদায় করতে ১০ দফা দাবিতে কর্মসূচি চলছে : খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২০, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করা ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকারকে বিদায় করতে ১০ দফা দাবিতে কর্মসূচি চলছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোশাররফ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই আলোচনাসভা হয়।

সংগঠনের আহ্বায়ক জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ও এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

এদিকে সকালে পথশিশু ও নারীদের শীতবস্ত্র ও খাবার বিতরণের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গ্যাসের দাম বাড়ানোর কারণে মানুষের কষ্ট আরো বাড়বে। জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

এতে শতাধিক পথশিশু, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু এবং অসহায় নারীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন নজরুল ইসলাম খান এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার।