ঢাকাবৃহস্পতিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে মেসিদের আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৮, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এবার বাংলাদেশে আর্জেন্টিনার আগমন উপলক্ষে ডাকা পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে বাফুফে বিবৃতি দিয়ে স্থগিতের বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, ‘আজ ১৮ জানুয়ারি বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে গেলো মাসে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে যোগাযোগ শুরু হয়। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে বাংলাদেশে এসে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, শর্তাবলি অনুযায়ী জুনে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হলে তারা কয়েকটি দেশের নামের তালিকা দেবে বাংলাদেশকে। সেই তালিকা থেকে একটি দলকে আনার উদ্যোগ নিবে বাফুফে। আর এই আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

এর আগে গত ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া।