ঢাকাবৃহস্পতিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারপরও সবাই দাঁড়িয়ে আছেন এত কথা বলার পরও? আমি কোনো বক্তৃতা করব না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৮, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মঞ্চে নেতাকর্মীদের ভিড় দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য না দিয়ে মঞ্চ ছেড়ে যেতে চেয়েছিলেন। এসময় তিনি মঞ্চের সামনে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, ‘তবুও এত লোক কেন? এই ভাবে লোক কেন?’

এরপর মিনিট দেড়েক বক্তব্য দেওয়ার মাঝামাঝি সময়ে হঠাৎ বক্তব্য থামিয়ে তিনি বলেন, ‘তারপরও সবাই দাঁড়িয়ে আছেন এত কথা বলার পরও? আমি কোনো বক্তৃতা করব না। সরেন, সরেন!’ এসময় তিনি মাইক ছেড়ে চলে যেতে চান। সঙ্গে সঙ্গে তার আশপাশ থেকে নেতাকর্মীরা মঞ্চ ছেড়ে চলে যান। এরপর তাকে আবার বক্তব্য দিতে দেখা যায়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এমন চিত্র দেখা গেছে।

বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের আলোচনার এই সভায় এসে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই আলোচনা সভায় কিছু বলতে দাঁড়িয়ে আমি বিব্রতবোধ করছি। কারণ, তিন তিন বারের সাধারণ সম্পাদক যখন আমাকে বলে তখন আমি লজ্জা পাই শৃঙ্খলার অভাব দেখে।’

তিনি বলেন, ‘মুখে বলি বঙ্গবন্ধুর সৈনিক, বলি শেখ হাসিনার কর্মী, কিন্তু আমরা যখন সবাই নেতা হয়ে মঞ্চে উঠি তখন আমাদের আদর্শের কথা মনে থাকে না। এত নেতা, নেতার ভিড়ে কর্মী চেনা মুশকিল। নেতার ভিড়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্চ পর্যন্ত ভাঙ্গল। এত নেতার তো আমাদের দরকার নেই।। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মীবাহিনী দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য সুশৃঙ্খল আওয়ামী লীগ চাই।’