ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসরের প্রথম জয়ের দেখা পেলো খুলনা টাইগার্স

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৭, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা পর্বের পর চট্টগ্রামেও যেন একই অবস্থা তামিম ইকবালের খুলনার। জয়ের দেখাই যেন মিলছিলোই না দলটির! অবশেষে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে, আসরের প্রথম জয়ের দেখা পেলো তারা।

আসরে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। শুরুটাও ছিলো দুর্দান্ত, রনি তালুকদারকে শূন্য রানেই সাজঘরে ফেরান নাহিদ। এরপর দলীয় রানে আবারো আঘাত হাতে খুলনা, এবার ওয়াহাব রিয়াজ ফেরান নাঈমকে (১৩)।

রাইডার্সদের হয়ে উইকেটরক্ষক ইমন করেন ২৫ এবং মেহেদী করেন ৩৮ রান। অধিনায়ক শোয়েব ফেরেন ৯ রান করেই। এছাড়া দলের কেউ হাল ধরতে পারেনি। ইনিংসের একদম শেষ বলে ওয়াহাব রিয়াজ বোল্ড করেন রাকিবকে। ফলে ১২৯ রানেই থামে রংপুরের যাত্রা।

খুলনার হয়ে নাহিদ দুইটি এবং আমাদ ভাট ৩টি উইকেট পান।

বল হাতে ওয়াহাব রিয়াজও ছিলেন দুর্দান্ত, চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন পাকিস্তানি এই বোলার।

ছোট লক্ষ্য তারা করতে নেমে সাবধানেই খেলতে থাকে খুলনা। ওপেনিং জুটিতেই আসে ৪১ রান। পাওয়ার প্লের শেষ ওভারে মুনিম শাহরিয়ারকে ফেরান ওমারজাই। স্ট্রাইক রেট ১০০ রেখে ২১ রান করে সাজঘরে ফিরলেও, তামিম ছিলেন শেষ পর্যন্ত।

মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৮৯ রানের পার্টনারশিপ গড়েন, টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাবধানে খেলা মাহমুদুল করেছেন ৪২ বলে ৩৮ রান এবং তামিম ৪৭ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচ শেষে অধিনায়ক শোয়েব মালিক বলেন, অবশ্যই আমরা যথেষ্ট রান করতে পারিনি, আপনি যখন স্লো ট্র্যাকে খেলছেন তখন আপনার প্রধান কাজ হলো, স্ট্রাইক রেট রোটেড করা, কিন্তু আমরা তা করতে পারিনি।

ম্যাচজয়ী অধিনায়ক রাব্বি বলেন, ম্যাচ জয়ের জন্য ওয়াহাব এবং তামিম ইকবালকে ধন্যবাদ। সিনিয়র ক্রিকেটাররা ম্যাচের হাল ধরলে, ম্যাচজয়ে অনেক সুবিধা হয়।