ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ সব পরিকল্পনা অনুযায়ী চলছে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ সব পরিকল্পনা অনুযায়ী চলছে। বর্তমানে কথিত অভিযানের ‘গতি ইতিবাচক।’

রুশ বাহিনী ইউক্রেনের ডনবাস প্রদেশের সোলদার শহর দখলের দাবি জানানোর পর এমন মন্তব্য করেছেন পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রুশিয়া ওয়ানকে পুতিন বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের নির্ধারিত কাঠামো এবং পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে। আর আমি আশা করি সেনারা যুদ্ধের মাধ্যমে আমাদের আরও সন্তুষ্ট করবে।’

শুক্রবার (১৩ জানুয়ারি) রুশ বাহিনী দাবি করে পূর্ব ইউক্রেনের সোলদার শহর দখল করেছে তারা। টানা কয়েক মাস যুদ্ধক্ষেত্রে ধাক্কা খাওয়ার পর এটি রুশ সেনাদের সবচেয়ে বড় সাফল্য।

এদিকে সবাইকে অবাক করে  ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার নির্দেশ দেন পুতিন। ওই হামলার পরপরই রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এতে করে ক্ষতিগ্রস্থ হয় রাশিয়ার অর্থনীতি। বর্তমানে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার বৃহত্তম দেশ চীনের দিকে ঝুঁকছে মস্কো।

পুতিন দাবি করেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল আছে। তিনি বলেছেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি বেশ স্থিতিশীল। আমাদের বিরোধীরা যে ধারণা করেছিল তার চেয়ে ভালো আছে অর্থনীতি। শুধু তাই নয় আমরা যে ধারণা করেছিলাম এরচেয়েও স্থিতিশীল রয়েছে অর্থনৈতিক পরিস্থিতি।’

পুতিন দাবি করেছেন, বর্তমানে রাশিয়ায় বেকারত্বের হার সর্বনিম্ন। আর এটিই ইঙ্গিত করছে বর্তমান অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী। তিনি বলেছেন, ‘বেকারত্বের হার সর্বকালের সর্বনিম্ন। মুদ্রাস্ফীতিও ধারণার চেয়ে কম। গুরুত্বপূর্ণভাবে মুদ্রাস্ফীতি নিম্নমুখী।’