ঢাকাবৃহস্পতিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আধুনিকায়ন হচ্ছে কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর, সংযুক্ত হচ্ছে রেডিও স্টেশন

আব্বাস সিদ্দিকী | কুতুবদিয়া প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকায় পুনঃনির্মিত হচ্ছে লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন ( বাতিঘর)। এটি সমুদ্র এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে সহায়তা করবে এ স্টেশন। এতে দেশী-বিদেশী জাহাজ নিরাপদে থাকবে। কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৫০ ফিট উচ্চতা সম্পন্ন নির্মিতব্য লাইট হাউজ। অত্যাধুনিক এ প্রকল্প বাস্তবায়নে ৬০ কোটি টাকার কাজ এখন দৃশ্যমান। তবে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশনের চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এই ব্যাপারে লাইট হাউজ প্রকল্পের প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নিঝুম দ্বীপের লাইট হাউজের আদলে কুতুবদিয়ার লাইট হাউজটি নির্মিত হচ্ছে। আগামী মার্চ মাসেই লাইট হাউজ (বাতিঘর) নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, বৃটিশ সরকার ১৮৪৬ সালে ৪০ মিটার উচ্চতা সম্পন্ন সর্বপ্রথম লাইট হাউজ স্থাপন করেছিল। এতে তৎকালীন সময়ে ব্যয় হয় ৪ হাজার ৪২৮ টাকা। এটি সমুদ্রগর্ভে বিলীন হলে বাংলাদেশ সরকার লোহার এঙ্গেল দিয়ে ১২০ ফুট উচ্চতার বিকল্প লাইট হাউজ স্থাপন করেন।