ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রয়ের দায়ে জরিমানা 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১২, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

হাটহাজারী পৌরসভার কাচারী রোডে অবস্থিত আলিফ ফ্যামিলি শপ, আমীর আরসাদ প্লাজাসহ কয়েকটি কসমেটিক্স এবং সুপার শপে আজ দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা, করা হয়। এই সময় বিএসটিআই এর অনুমোদন বিহীন নিভিয়া, ডাভ, লরিয়েল ক্লিন এন্ড ক্লিয়ারসহ বিভিন্ন বিদেশী ব্রান্ডের শ্যাম্পু ও ফেয়ারনেস ক্রিম, সাবান জব্দ করা হয়। বিএসটিআই’র অনুমোদন ছাড়াই এ সব পন্য বিক্রয় ও মজুদ করা হয়। অনেক ক্ষেত্রে এসকল পণ্য বিদেশ থেকে লাগেজের মাধ্যমে এনে দোকানে বিক্রি করা হয়। এই অপরাধে আলিফ ফ্যামিলি শপকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন। এইসময় বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম উপস্থিত ছিলেন। হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য বৃন্দ এই মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

 

হাটহাজারীর এসিল্যান্ড আবু রায়হান বলেন, এই ধরণের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।