ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন।
বঙ্গবন্ধু আদর্শকে জাতির জন্য অনুসরণীয় পথ হিসেবে তুলে ধরতে হবে বলে উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনের ভিত্তিতে বাঙ্গালী জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা পরিপূর্ণতা পেয়েছিল। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে বাঙালি জাতিকে ঐতিহাসিক একটি দিন উপহার দিয়েছেন। এই দিনটির গুরুত্ব দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যাতে প্রজন্ম থেকে প্রজন্ম তা উপলব্ধি করতে পারে।’
ইয়াফেস ওসমান বলেন, ‘বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার কতটুকু আমরা করতে পেরেছি। এই সময়ে কত দিন চলে গেছে। স্বাধীনতা বিরোধী চক্র ২১ বছরে দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘পরাজিত শত্রুরা বসে নেই, আমাদের প্রথম ও প্রধান কাজ হবে দেশের মানুষের মধ্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রকৃত চিত্র তুলে ধরা। ঘরে ঘরে গিয়ে মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে হবে।’
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫১তম বছর। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন তিনি দীর্ঘ ৯ মাস ১৪ দিন পর।
সূত্র : বাসস।