ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১২, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকা যেন থমকে গেছে। ঢাকায় আজ যেন ঘুরছে না গাড়ির চাকা। থমকে আছে সব গাড়ি। গন্তব্যে পৌঁছতে জ্যামে বসে আছে হাজারো মানুষ। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা গাড়ির সারি রাজধানীর নতুন বাজার এলাকা ছাড়িয়ে যায়। রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে বনানী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে তীব্র যানজট। এ ছাড়া ইসিবি চত্বর, মিরপুর রোড, ফার্মগেট, বার্ডা এলাকায় যানজটে আটকে পড়েছেন নগরবাসী।

রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. ইব্রাহিম বিশ্বাস জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।

বেসরকারি অফিসের চাকরিজীবী জেবা সাজিদা মৌ বলেন, ‘প্রায় ২ ঘণ্টা ধরে জ্যামে বসে ছিলাম। পরে বাধ্য হয়ে হেঁটে অফিসের দিকে রওনা হই। প্রায় ১ ঘণ্টা হেঁটে অফিসে যাই।’ আরেক অফিসগামী বলেন, ‘নতুন বাজারে আধাঘণ্টা ধরে বসে ছিলাম। পরে সামনে এগিয়ে এসে বিকল্প ব্যবস্থায় অফিসে আসি।’

আকাশ নামের এক অফিসযাত্রী বলেন, আমি বনশ্রী থেকে জ্যামের কবলে পড়ি। ৩০ মিনিটের রাস্তা ২ ঘণ্টা ২০ মিনিটেরও বেশি লেগেছে। প্রতিবছরই এ সময় রাস্তায় যানবাহনের চাপ থাকে। জ্যাম ঠেলে অফিসে যেতে হয়।