ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্যানডোর’র ফি বৃদ্ধি,পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১১, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্যানডোর ডায়ালাইসিস সেন্টারের বর্ধিত ফি প্রত্যাহার ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয় নিয়ে দাবি আদায় কে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।

 

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের প্রধান ফটকের ডান পাশে অবস্থিত স্যানডোর ডায়ালাইসিস সেন্টারের অযৌক্তিকি ফি বৃদ্ধি, চরম অব্যবস্থাপনা, রোগীদের সাথে দুর্ব্যবহার সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আন্দোলনরত কিডনি রোগী ও তাদের স্বজনরা রাস্তা অবরোধ করে মানববন্ধন করে গতকাল (১০ জানুয়ারী)। এই সময়

দায়িত্বরত পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল সড়কের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এই সময় ঘটনাস্থল থেকে পাঁচলাইশ থানা পুলিশ মোহাম্মদ মোস্তাকিম (২২) নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায় । এই ঘটনায় পুলিশের সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের সাথে মারামারির ঘটনা উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জন সহ আটকৃত মুস্তাকিম কে আসামি করে পেনাল কোডের ১৪৩/৩৩২/৩৫৩ ধারায় মামলা (নং ৭) দায়ের করেছে পাঁচলাইশ থানা পুলিশ । পাঁচলাইশ থানা পুলিশের পক্ষ থেকে এস আই মোহাম্মদ খালেদ উদ্দিনের উপর উক্ত মামলার তদন্তভার ন্যাস্ত করা হয়েছে ।

 

এই ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ” গত কালকের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আটককৃত এক আসামীকে কোর্টে চালান করা হয়েছে। “