আবারও আসছে বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহ
আগামী ১৪ ই জানুয়ারি সন্ধ্যার পর থেকে ১৬ ই জানুয়ারি সকাল এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপর হালকা মানের (১০ মিলিমিটার এর কম) বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। তবে কোন-কোন জেলায় স্থানীয় ভাবে ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এখানে উল্লেখ্য যে সম্ভব্য এই বৃষ্টি বর্ষাকালের মতো এক নাগারে হবে না কোন স্থানেই। বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের জেলাগুলোতে। তবে বরিশাল ও চট্টগ্রামে বিভাগের জেলাগুলোর পাশে অবস্থিত ঢাকা বিভাগের অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ঠিক পরেই আবারও দেশব্যাপী আর একটি শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো জানুয়ারির ১৬ তারিখ থেকে শুরু করে জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত। এই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬-২৩ শে জানুয়ারি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট, ও খুলনা বিভাগের (চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ)জেলাগুলোর সকাল বেলার তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ঠাণ্ডা আবহাওয়া বিস্তার লাভ করার সম্ভাবনা বেশি ১৮ ই জানুয়ারি থেকে ২২ শে জানুয়ারি পর্যন্ত। ১৬-২২ শে জানুয়ারি দেশ-ব্যাপী আবারও কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।