ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিমানবন্দরে ৫৫ যাত্রীকে রেখেই উড়াল দিল উড়োজাহাজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১০, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রধান বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক যাত্রীর মাতাল অবস্থায় অপর এক বৃদ্ধা যাত্রীর গায়ে মূত্রত্যাগের পর সৃষ্ট বিতর্ক এখনও শেষ হয়নি; তার মধ্যেই আরেক কেলেঙ্কারি ঘটিয়ে বসেছে দেশটির অপর বেসরকারি বিমান পরিষেবা সংস্থা গো ফার্স্ট এয়ারলাইন্স।

বিমানবন্দরে অপেক্ষমান ৫৫ জন যাত্রীকে না নিয়েই ফ্লাইট ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গো ফার্স্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগোয়াড়া বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গো ফার্স্ট এয়ারলাইন্সের বেঙ্গালুরু-দিল্লি রুটের সেই ফ্লাইটটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল ভোর সাড়ে ৬ টা। ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে আসতে এয়ারলাইন্সের পক্ষ থেকে চারটি বাসের ব্যবস্থাও করা হয়েছিল।

কিন্তু তিনটি বাসের যাত্রীদের বিমানে তোলা হলেও একটি বাসের ৫৫ জন যাত্রীকে বিমানবন্দরে রেখেই তড়িঘড়ি করে ছেড়ে যায় ফ্লাইট। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী ফ্লাইট ধরতে কেম্পেগোয়াড়া বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বেলা ১০টার দিকে তারা উঠতে পেরেছেন পরের ফ্লাইটে।

ওই ৫৫ যাত্রীর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞতা শেয়ার করে একে ‘জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন। যাত্রীদের এসব টুইটবার্তার অধিকাংশই ট্যাগ করা হয়েছে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

সুমিত কুমার নামের এক যাত্রী টুইটবার্তায় বলেন, ‘আমাদের বাসটি ছিল সবার পেছনে। বিমানবন্দরে এসে পৌঁছানোর পর আমরা সব যাত্রী যখন বাস থেকে নামার নামছি, তখনই ফ্লাইটটি ছেড়ে দিয়েছে। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল সাড়ে ৬ টা, কিন্তু সেটি ছেড়ে গেছে ১০ মিনিট আগেই— ৬ টা ২০মিনিটে।

‘দিল্লিতে সকালে একটি জরুরি অফিসিয়াল বৈঠক ছিল। সেটা মিস করলাম। আমি আর কখনও গো ফার্স্ট এয়ারলাইন্সের ফ্লাইটে উঠব না,’ টুইটবার্তায় বলেন সুমিত।

এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে গো ফার্স্ট এয়ারলাইন্স। সেখানে বলা হয়েছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে সম্প্রতি এই ঘটনার জেরে গো ফার্স্ট এয়ারলাইন্সের কাছে কৈফিয়ত দাবি করে মঙ্গলবারই নোটিশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ । নোটিশে ডিজিসিএ বলেছে, ‘মঙ্গলবার বেঙ্গালুরু কেম্পেগোয়াড়া বিমানবন্দরে যা ঘটেছে, সেটি যথাযথ যোগাযোগের অভাব, সমন্বয়হীনতা ও গাফিলতির একটি বড় উদাহারণ। খুব সহজেই এ বিপর্যয় এড়ানো যেতো।’

আগামী ৭ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে গো ফার্স্ট এয়ারলাইন্সকে।