ভারতের কলকাতা ও আসাম থেকে বাংলাদেশে সফররত ৩৪ জনের সাংবাদিক প্রতিনিধি দল আজ দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এসময় তারা উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ইনচার্জ অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন।কর্মকর্তা কর্মচারীরা এখন পর্যন্ত ক্যাম্পের সকল কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন। সফররত সাংবাদিকবৃন্দ ক্যাম্পটি ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শরনার্থীদের খোঁজখবর নেন।
এসময় সাংসদ কমল সরোয়ার, ঢাকা পিআইডি এর উপপ্রধান তথ্য অফিসার এ এইচ এম মাসুম বিল্লাহ, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে কলকাতা ও আসাম থেকে আগত সাংবাদিকরা গত ৬ জানুয়ারি থেকে বাংলাদেশ সফর করছেন। এরই মধ্যে তারা বেশ কিছু দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।
সাংবাদিক প্রতিনিধিদল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে চট্টগ্রাম পুলিশ লাইন্স অস্ত্রাগার ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।