ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ দিনে ৮৩ হাজার টিকিট বিক্রি, শীতে জমেনি বাণিজ্য মেলা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৯, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয়বারের মতো মাসব্যাপী শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের এক লাখ ৫৫ হাজার বর্গফুট আয়তনের দুটি হলে এবার বসেছে ২৭তম এই মেলা। গতবারের চেয়ে প্যাভিলিয়ন ও স্টল বেড়েছে প্রায় ১০০টি। এবার বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণও বেড়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শিশুদের জন্য বিনোদন, খাবার হোটেল, শীতের কাপড়, কসমেটিকস, ইলেকট্রনিকস, আসবাব, গৃহস্থালির পণ্যসহ বেশির ভাগ প্যাভিলিয়ন প্রস্তুত। এদিকে মেলায় যাতায়াতের জন্য বিআরটিসির ২৯টি স্পেশাল বাস চালু রয়েছে। বিআরটিসি সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টাইমকিপার মনিরুল ইসলাম জানান, দর্শনার্থী কম থাকায় বাস কম চালু করা হয়েছে। বাকি ৩০টি বাস ডিপোতে প্রস্তুত আছে। যাত্রীর ভিড় বাড়লে সেগুলো চালু করা হবে।

এদিকে বিআরটিসির বাসে যাতায়াতের জন্য মেলার পশ্চিম প্রান্তে পাঁচটি বুথ ও দুটি বিকাশ এজেন্ট চালু করা হয়েছে। বিকাশে টিকিট কিনলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বিআরটিসি বাস মালিক কর্তৃপক্ষ। বিকাশ টিকিট কাউন্টারের সুপারভাইজার সুলতান বলেন, ‘প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টিকিট বিক্রি হয় বিকাশ অ্যাপসের মাধ্যমে। কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির ভাড়া ৩৫ টাকা।

গাজীপুর থেকে মেলায় আসা কলেজ শিক্ষার্থী জান্নাতী মনিমা বলেন, ঢাকা বাইপাস সড়কের সম্প্রসারণকাজ চলছে। এ সড়ক ধুলায় আচ্ছন্ন। যানবাহন চলছে ধীরগতিতে। ফলে দর্শনার্থীদের মেলায় আসতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ধুলাবালি নিরসনে সড়কে প্রতিনিয়ত পানি ছিটানো প্রয়োজন।

স্টল সাজাতে দেরির কারণ জানতে চাইলে ইন্ডিয়ান স্টলের মালিক মহিউদ্দিন খান (নয়াদিল্লি) বলেন, ইমিগ্রেশন জটিলতায় দেরি হয়েছে।

১ জানুয়ারি মেলা উদ্বোধনের দিন তিন হাজার ২১৭ টিকিট বিক্রি হয়েছে। এরপর দ্বিতীয় দিন সাত হাজার ৪৮১টি, ৩ জানুয়ারি ৯ হাজার ৭১২, ৪ জানুয়ারি ১০ হাজার ২৬, ৫ জানুয়ারি ১০ হাজার ৬৬৫, ষষ্ঠ দিন শুক্রবার ২০ হাজার ৪০০ এবং শনিবার ১১ হাজার ৫২৫টি টিকিট বিক্রি হয়েছে। গতকাল রবিবার মেলার অষ্টম দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়তে পারে।

ইপিবি সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, প্রতিবারই মেলা উদ্বোধনের পরও কিছু কাজ বাকি থাকে। স্টল নির্মাণে শ্রমিকসংকটসহ বিভিন্ন ছোটখাটো সমস্যা থাকে।