ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা ও আসামের সাংবাদিকদের চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কলকাতা ও আসাম থেকে আগত ৩৪ জন সাংবাদিক আজ দিনব্যাপী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

 

বিকেলে সাংবাদিক প্রতিনিধি দল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বঙ্গবন্ধু কর্ণার ও স্টুডিও পরিদর্শন করেন। এসময় টিভি কেন্দ্রের স্টুডিওতে বসে সাংবাদিকরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সংবলিত একটি ভিডিও চিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

রাতে সফররত সাংবাদিকরা চট্টগ্রাম বোট ক্লাব পরিদর্শন করেন। সেখানে ভারতীয় সাংবাদিকদেরকে শুভেচ্ছা স্মারক উপহার দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

এসময় সংসদ এ. বি. এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর জিএম মাহফুজা আকতার, চট্টগ্রাম পিআইডি এর উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির, ঢাকা পিআইডি এর উপপ্রধান তথ্য অফিসার মাসুম বিল্লাহ এবং চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে কলকাতা ও আসাম থেকে আগত সাংবাদিকরা গত ৬ জানুয়ারি থেকে বাংলাদেশ সফর করছেন। এরই মধ্যে তারা বেশ কিছু দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। আগামীকাল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পসহ সেখানকার উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করার কথা রয়েছে।