ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল দুটি আসনেই

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৮, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া ৪ ও ৬ আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই দুই আসনের আরো ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তথ্যগত ত্রুটি ও প্রস্তাবক, সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রবিবার দুপুরে যাচাই-বাছাইকালে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

প্রার্থিতা বাতিল হিরো আলম বলেন, ‘একই অজুহাতে একাদশ জাতীয় নির্বাচনেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলাম। এবারও আপিল করব এবং আশা করছি দুই আসনেই আমার প্রার্থিতা ফিরে পাব।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৯ থেকে ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারলে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ আছে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন শূন্য হয়। এ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন হিরো আলম। গত বৃহস্পতিবার দুটি আসনেই মনোনয়নপত্র জমা দেন তিনি।