ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ মির্জা আব্বাসকে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৬, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ১৬ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করার মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছে আদালত, গতকাল বৃহস্পতিবার আদালত থেকে এ নির্দেশনা দেওয়া হয়,

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মির্জা আব্বাস বর্তমানে কারাগারে রয়েছেন

গত ৮ ডিসেম্বর পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, সেই মামলায় উচ্চ আদালতে থেকে জামিন নেওয়া হলেও এখান থেকেই তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে,এর আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক, এর মধ্যে মির্জা আব্বাসের সহধর্মীনি আফরোজা আব্বাস রয়েছেন

অভিযোগে বলা হয়, আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার যে সম্পদ দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে তা মির্জা আব্বাসের সহায়তায় অর্জন করা হয়েছে, মূলত আফরোজা আব্বাস একজন গৃহিণী, সে হিসেবে এই সম্পদ অবৈধ উৎস থেকে অর্জিত হয়েছে বলে প্রমাণিত হয়, মির্জা আব্বাস ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন

এই সুবাদে ঘুষ ও দূর্ণীতির মাধ্যমে ২০০৭ সালের ১৬ আগষ্ট পর্যন্ত আফরোজা আব্বাসের নামে ওই সম্পদ অর্জন করেছেন, দুদকের সাবেক সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন ২০১১ সালে রাজধানীর শাহাজানপুর থানায় মামলাটি করেন