ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছবি তোলার অপরাধে প্রেস কার্ড ছিঁড়ে ফেলার চেষ্টা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে সকল নেতাকর্মী মাটিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। মঞ্চ ভেঙ্গে যাওয়ার কিছুক্ষণ পরেই ওবায়দুল কাদের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, মঞ্চ ভেঙে যাওয়া স্বাভাবিক বিষয়। তবে মঞ্চে উপস্থিত নেতাদের সংখ্যা নিয়ে তিনি বলেন, মঞ্চে এতো নেতা কেনো? এতো নেতা আমার দরকার নাই; আমাদের দরকার কর্মী।
মঞ্চ ভেঙ্গে পড়ার ঘটনায় ছাত্রলীগের প্রায় ৮ নেতা আহত হয়েছেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত ৫ থেকে ৬ চিকিৎসা নিতে এসেছিল। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবারও চলে গেছেন।
এদিকে ভাঙ্গা মঞ্চের ভিডিও ফুটেজ ও ছবি নিতে গেলে ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে লাঞ্চনার অভিযোগ তুলেন সংবাদ কর্মীরা। লাঞ্ছিতের ঘটনায় এক সংবাদকর্মী আহত হয়েছে বলে জানা যায়। আহত ওই সংবাদকর্মীর নাম শেখ জামাল খান সৌরভ। তিনি এস এ টিভিতে কর্মরত।
সংবাদকর্মীরা অভিযোগ করে বলেন, আমরা তো তাদের ( ছাত্রলীগের) শত্রু না। আমরা তাদের প্রোগ্রাম কাভারেজ করতে এসেছি। এতে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কিন্তু তারা উল্টো আমাদের সাথে খারাপ আচরণ করেছেন। যা কোনোভাবেই একটা সরকারদলীয় ছাত্রসংগঠনের কর্মীদের কাছ থেকে কাম্য নয়।
এ নিয়ে বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেল বলেন, স্টেজ ভেঙে পড়ার সাথে সাথে সকল সাংবাদিক ছবি ও ভিডিও ধারণ করতে থাকে,আমিও ছবি তুলি। অপরাজেয় বাংলার পেছন থেকে আমি বটতলার দিকে যাওয়ার সময় দুই ছাত্রলীগ নেতা আমাকে বলে ভিডিও, ছবি ডিলেট করো! আমি সাংবাদিক পরিচয় দেয়ার পরও বলে তো কী হয়েছে! দুর্ঘটনা ঘটতে পারে, ভিডিও ছবি ডিলেট কর! আমি বলি যে আপনি আমাকে এভাবে বলতে পারেন না৷ একপর্যায়ে তারা দুজন দুদিকে চলে যায়।
আমার বার্তা অনলাইন পোর্টালের ঢাবি প্রতিনিধি জালাল আহমেদ বলেন, ভাঙ্গা মঞ্চের ভিডিও এবং ছবি তোলার অপরাধে আমার প্রেস কার্ড ছিঁড়ে ফেলার চেষ্টা করে।ল্যামিনিটিং করা না থাকলে ছিঁড়েই ফেলত!
এ বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে কথা হলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। তিনি বলেন, আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।