ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতে কাঁপছে দেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৫, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

তীব্র শীতের পাশাপাশি দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে, তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস, এ ছাড়া চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে

১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার ফলে এসব জেলায় শৈত প্রবাহ বিরাজ করছে,

অন্যদিকে রংপুর ও বগুড়া জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা ওপরে ছিল, তবে ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে, এ ছাড়া দেশের আরো আটটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে

এ ১০ জেলায় তাপমাত্রা কমলে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়বে, তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে চট্টগ্রাম ও পাবর্ত চট্টগ্রামের জেলাগুলোতে, এখানকার জেলাগুলোতে সর্বোচ্চ মাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে,

আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামীকাল রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, দেশের কোথাও কোথায় এটি দুপুর পর্যন্ত বিদ্যমান থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবার কারণে উত্ত, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যঅঞ্চলে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে,