ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে আরও একবার ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

এবারের কাতার বিশ্বকাপ বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনন্য এক বন্ধন তৈরি করেছে। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে বাংলাদেশে আর্জেন্টিনার ব্যাপক সমর্থনের বিষয়টি জানতে পারে লাতিন আমেরিকার দেশটি। হাজার হাজার মাইল দূরের লাল-সবুজের দেশে আকাশী নীলের এমন সমর্থন মন ছুঁয়ে গেছে দেশটির জনগণের। বিশ্বকাপ চলাকালীন ও বিশ্বকাপ শেষে একাধিক বার বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনার জনগণ, কোচ ও ফুটবল ফেডারেশন। 

বিশ্বকাপ শেষেও কৃতজ্ঞতা প্রকাশ থামেনি বিশ্বচ্যাম্পিয়ন দলটির ফুটবল ফেডারেশনের। আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে গতকাল আর্জেন্টিনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান।