ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীর এসি ল্যান্ডের নেতৃত্বে দখলকৃত খাস জমি উদ্ধার, বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৩, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিন পাহাড়তলীর (১নং ওয়ার্ড) ফতেয়াবাদ কলেজ রোডে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে খতিয়ানভুক্ত ৯ শতক অবৈধভাবে দখলে থাকা খাস জমি হাটহাজারীর এসিল্যান্ড আবু রায়হানের নেতৃত্বে দখলমুক্ত করে সেই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে।

 

জমিটি দীর্ঘদিন অবৈধভাবে দখলে ছিল। উক্ত ৯শতক জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

 

উক্ত জমি দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির বনজ চারা গাছ রোপন করা হয়েছে।

 

এই প্রসঙ্গে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান বলেন , সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিকনদন্ডী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও অত্র অফিসের সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৯ শতক জমি অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ও সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং দখল মুক্ত জমিতে বিভিন্ন প্রজাতির বনজ চারাগাছ রোপন করা হয়েছে। তিনি আরও বলেন , অবৈধভাবে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ” ।