এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ জুনিয়র টুর্নামেন্ট খেলতে আগামীকাল ওমান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রওনা হবেন তারা। ৬-১২ জানুয়ারি মাসকটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান। আট দল দুটি পুলে খেলবে। পুল বি-তে বাংলাদেশের প্রতিপক্ষ শুক্রবার হংকং, শনিবার শ্রীলংকা এবং ৯ জানুয়ারি উজবেকিস্তান।
বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে উঠলে জুনিয়র এশিয়া কাপ খেলা নিশ্চিত হবে। বাংলাদেশের কোচ মামুনুর রশীদের লক্ষ্য অবশ্য শিরোপা, ‘আমরা স্বল্প প্রস্তুতিতে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এরপরও লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অন্যতম বাধা স্বাগতিক ওমান।
ওমান গামী দলে জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন দুই জন। অধিকাংশ খেলোয়াড়ই বিকেএসপির। সদ্য সমাপ্ত ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন এই দলের সবাই।
আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ অ-২১ দল। এর আগে আজ বিমান বাহিনীর ফ্যালকন হলে বিমান বাহিনীর প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নানের সঙ্গে এক ফটোসেশনে অংশ নেয় ওমান গামী অনূর্ধ্ব-২১ দল।