ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীনের কমিউনিস্ট পার্টি।

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীনের কমিউনিস্ট পার্টি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে উদ্দেশ্য করে পাঠানো এক অভিনন্দনবার্তায় এ আগ্রহের কথা জানায় দলটি।

গত বুধবার পাঠানো শুভেচ্ছাবার্তায় বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিং ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত নজর ও দিকনির্দেশনায় চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি আরো গভীর হচ্ছে। উভয় দেশের নেতাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় চীনের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী।

দুই দেশের পারস্পারিক ও রাজনৈতিক আস্থাও আরো গভীর হচ্ছে। এ ক্ষেত্রে দলীয় ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ও বাস্তব সহযোগিতা হতে পারে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের টেকসই ও সুদৃঢ় উন্নয়নে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি। আমাদের দুই দেশ ও জনগণের জন্য বৃহত্তর কল্যাণ বয়ে আনতে পারি। ’