ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মান-অভিমান ভুলে এক মঞ্চে পাশাপাশি চেয়ারে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

মান-অভিমান ভুলে এক মঞ্চে পাশাপাশি চেয়ারে বসেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। 

রোববার (১ জানুয়ারি) বিকেলে জাপার ৩৭তম সমাবেশ উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা ভাবি-দেবর মঞ্চে পাশাপাশি বসেন।

পার্টির নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের মঞ্চে প্রথমে আসেন জিএম কাদের। তার আসার আধাঘণ্টা পরে মঞ্চে আসেন রওশন এরশাদ। শারীরিকভাবে অসুস্থ রওশন এরশাদ সমাবেশস্থলে আসলে তাকে এগিয়ে নিয়ে এসে মঞ্চে বসান জিএম কাদেরসহ অন্য নেতারা। তবে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় মঞ্চে থাকলেও কোনো বক্তব্য দেননি জিএম কাদের। অন্যদিকে লিখিত বক্তব্য পাঠ করেন রওশন এরশাদ। এতে তাকে সাহায্য করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ঢাকা পোস্টকে বলেন, মঞ্চে প্রথমে আসেন চেয়ারম্যান জিএম কাদের। রওশন এরশাদ ম্যাডাম যেহেতু অসুস্থ তাই তিনি পরে মঞ্চে আসেন। মঞ্চে বক্তব্য দেওয়ার আগে রওশন এরশাদ ও জিএম কাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। তবে মঞ্চে থাকলেও জিএম কাদের কোনো বক্তব্য দেননি।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে রওশন এরশাদ বলেন, দীর্ঘ ১১ মাস পর আজ আমি এই প্রথম সরাসরি উপস্থিত থেকে মহান আল্লাহর রহমতে কিছু কথা বলতে পারছি। এতে আমি খুবই আবেগ আপ্লুত।