ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বন্ধুত্বহীন’ দেশগুলোর প্রধানদের কোনো শুভেচ্ছা পাঠাবেন না

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩০, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছর শুরু হওয়ার আগে বিশ্ব নেতারা একে অপরকে শুভেচ্ছা জানান। যা একটি কূটনৈতিক শিষ্টাচার এবং রীতি। অন্যদের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অন্য রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানান। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এ বছর তার শুভেচ্ছা বার্তা পাওয়া থেকে বাদ গেছেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন শুক্রবার (৩০ ডিসেম্বর) জানিয়েছে, অবন্ধুসুলভ আচরণ করায় এবার পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ‘বন্ধুত্বহীন’ দেশগুলোর প্রধানদের কোনো শুভেচ্ছা পাঠাবেন না।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্ক, সিরিয়া, সার্বিয়া, নিকারুগুয়া, কিউবা, চীন, ভারত, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, হাঙ্গেরি, ব্রাজিল, বলিভিয়া, দক্ষিণ ওসেতিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়ার আবখাজিয়ার নেতাদের নতুন বছর ও ছুটির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

ক্রেমলিনের পক্ষ থেকে বিশেষ করে তুরস্কের কথা উল্লেখ করা হয়েছে। তারা বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুতিন। আন্তর্জাতিক কঠিন পরিস্থিতির মধ্যেও তুরস্ক-রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর।