বিদায় নিতে চলা বছরটি পেছনে ফেলে বিশ্ববাসী হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতেই চাইবে। করোনার দুই বছরের তাণ্ডবের পর ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ নতুন ভোগান্তি নিয়ে আসে বিশ্বজুড়ে। দেখা দেয় মূল্যস্ফীতি। খাদ্য, জ্বালানিসহ অনেক নিত্যপণ্যের দাম বেড়ে যায় অনেক।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট
করোনা সংক্রমণের পর পর্যটননির্ভর শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট বাড়তে থাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় আমদানি বন্ধ হয়ে একসময় জ্বালানি, গ্যাস ও খাদ্য সংকট তীব্র হয়ে ওঠে। খরচ কমাতে এপ্রিলে স্কুল পর্যন্ত বন্ধ করা হয়। বিদ্যুৎবিভ্রাট নিত্য ঘটনা হয়ে ওঠে। অতি প্রয়োজনীয় ওষুধও বিরল হয়ে ওঠে। শাসক রাজাপক্ষে পরিবারের দুর্নীতি, ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনাকে এ জন্য দায়ী করেছেন পর্যবেক্ষকরা। এ অবস্থায় প্রচণ্ড সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবি ওঠে। ৯ জুলাই বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে। দেশত্যাগে বাধ্য হন গোতাবায়া।
ইউক্রেন যুদ্ধ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। বলা হয়েছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের ঘটনা। পূর্ব ইউক্রেনের উৎপীড়িত রুশভাষীদের ‘রক্ষা করা’ ঘোষিত লক্ষ্য হলেও দেশটির পশ্চিমা জোট ন্যাটোয় যোগ দেওয়া ঠেকানোই রাশিয়ার এই অভিযানের মূল উদ্দেশ্য বলে মনে করা হয়। এ হামলার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেনেও পাঠানো হতে থাকে সামরিক সহায়তা ও অর্থ। ইউক্রেনীয় প্রতিরোধের মুখে রুশ বাহিনী কিয়েভ দখলে ব্যর্থ হলেও ইউক্রেনের দক্ষিণাঞ্চলসহ কৃষ্ণ সাগরের উপকূল নিয়ন্ত্রণে নেয়। এতে ইউক্রেন থেকে বাইরে খাদ্যশস্য পরিবহন বন্ধ হয়ে বিশ্বজুড়ে মূল্য বেড়ে যায়। সম্মুখযুদ্ধে বড় ধরনের কিছু ব্যর্থতার পর কৌশল বদল করে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই আপাতত নেই।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু
৭০ বছর সিংহাসনে থাকার পর গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ছিলেন যুক্তরাজ্যের সবচেয়ে বেশিদিন সিংহাসনে থাকা নৃপতি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে ১০ দিনের জাতীয় শোক পালন করা হয়। ১৯ সেপ্টেম্বর রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়ালে রানিকে তাঁর স্বামীর সমাধির পাশে সমাহিত করা হয়। দ্বিতীয় এলিজাবেথের মৃতু্যর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র চার্লস ৭৩ বছর বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন।
ইরানের বিক্ষোভ
নৈতিক পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বলা হয়েছে, যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। ইরানের নারীরা পথে নেমে নিজেদের হিজাব খুলে এর প্রতিবাদ জানায়। চলতে থাকে নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভ, যা প্রায়ই সহিংস হয়ে ওঠে। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থার অভিযোগ ওঠে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের তথ্যমতে, বিক্ষোভে ৪৬৯ জনকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ডসহ নানা সাজা দিয়ে বিক্ষোভ দমনের চষ্টো করছে প্রশাসন।
বিশ্ব জনসংখ্যা ৮০০ কোটি
বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটি স্পর্শ করেছে এ বছরের ১৫ নভেম্বর। সর্বশেষ ১০০ কোটি জনসংখ্যা বেড়েছে গত ১১ বছরে। ফিলিপাইনের ম্যানিলায় জন্ম নেওয়া ভিনিস মাগানসাককে প্রতীকীভাবে বিশ্বের ৮০০ কোটিতম মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৩ সালে ভারত জনসংখ্যার বিবেচনায় বর্তমানে শীর্ষে থাকা চীনকে ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। জাতিসংঘের মতে, বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটি হতে এখন থেকে ১৫ বছর সময় লাগতে পারে। আর হাজার কোটি হতে পারে ২০৮০ সালে।
জাপানের প্রতিরক্ষানীতি পরিবর্তন
জাপান বছরের শেষ দিকে ঘোষণা করেছে, আগামী পাঁচ বছরে তারা প্রতিরক্ষা খাতে ৩২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। চীনের ক্রমবর্ধমান হুমকি এবং প্রতিবেশী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগের পাশাপাশি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জাপানিদের মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। এ সবই জাপানের সামরিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রধান কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হিসেবে পরাজয়ের জের হিসেবে জাপান এত দিন সামরিক ক্ষেত্রে নিতান্ত শান্তিবাদী পথে চলে আসছিল।
ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ
যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথমবার কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করা হয়েছে কংগ্রেস থেকে। বিগত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ক্ষুব্ধ সমর্থকরা ২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা করেছিল। এই নজিরবিহীন ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সরকারি কার্যক্রমে বাধা দেওয়া এবং দেশের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনে কংগ্রেসের ৯ সদস্যের তদন্ত কমিটি। এই সুপারিশ মূলত প্রতীকী। কারণ এই কমিটির হাতে সরাসরি অভিযুক্ত করার সুযোগ নেই। বিষয়টি বিচার বিভাগের হাতেই থাকে। এর পরও কমিটির সুপারিশ ঐতিহাসিক তাৎপর্য বহন করে।
এ ঘটনাগুলোর বাইরে কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ধনী দেশগুলো। পাকিস্তানের ইতিহাসের ভয়াবহতম বন্যা, ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ, যুক্তরাজ্যের রাজনৈতিক অস্থিরতা, চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের তৃতীয় দফা ক্ষমতয় আসা, চাঁদে নতুন অভিযানের জন্য নাসার সফল পরীক্ষা, জেমস ওয়েব স্পেস টেলিস্কাপের সুদূর মহাকাশের অবিশ্বাস্য মানের ছবি পাঠানো- এসবও ছিল বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে।