ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারের পদত্যাগসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩০, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল করেছে বিএনপির সাবেক নেতা অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয় থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে ঘুরে মগবাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে অলি আহমেদ বলেন, আমরা বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে পালনের অংশ হিসেবে গণমিছিল করছি। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে এলডিপি।

বর্তমান সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে দাবি করে তিনি বলেন, জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

গণমিছিল পূর্ব সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য মো. নুরুল আমিন, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ, প্রিন্সিপাল সাকলাইন, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাহবুব রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজী উপস্থিত ছিলেন।